নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। তারজন্য পরিকল্পনা রুপরেখা তৈরি করবার জন্য নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আবার বিজয়ী সব তৃনমুল প্রার্থীকে মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে সবসময় কাজ করার নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী। তৃনমুল কাউন্সিলররা ঠিকঠাক কাজ করছেন কিনা, তাঁরা মানুষের পাশে থাকছেন কিনা সব বোঝার জন্য শিলিগুড়ি পুরসভায় একটি আলাদা মনিটরিং সেলও গঠন করার নির্দেশ গৌতম দেবকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও কাউন্সিলরের কাজ নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তিনি তার অভিযোগ মনিটরিং সেলের কাছে জমা দিতে পারেন। মঙ্গলবার কোচবিহার যাওয়ার আগে শিলিগুড়ি উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর অফিস ঘরের সামনে করিডরে বিজয়ী তৃনমূল প্রার্থী সহ ভাবী মেয়রের সঙ্গে আলাপ আলোচনা সারেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকের কথা বলার পাশাপাশি পরিচয়ও সেরে নেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বিজয়ী তৃনমুল প্রার্থীদের সঙ্গে আলাপ আলোচনা সেরে নেওয়ার পর আদিবাসী উন্নয়নে আলাদা বৈঠক করেন।
#আদিবাসী_সমাজের_উন্নয়ন
নিজস্ব প্রতিবেদন ঃ আদিবাসী সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে রাজ্য সরকার। আগামী দিনে আদিবাসী সমাজের উন্নয়নে আরও বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে। মঙ্গলবার শিলিগুড়ি উত্তর কন্যায় ট্রাইবস এডভাইসরি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের উন্নয়নে সব খোঁজখবর নেন