নিজস্ব প্রতিবেদন ঃ পথ দুর্ঘটনায় এক শিশুর পা ভেঙে গিয়েছিল ভয়ানকভাবে। শিশুটির বাবা নেই, মা-ও তার সঙ্গে সঙ্গে থাকে না। বৃদ্ধা দিদিমার কাছে কষ্টের মধ্যে পড়েছিল সেই শিশু। চিকিৎসার অভাবে ভাঙা পা নিয়েই বাড়িতে পড়েছিল সেই শিশু। শেষমেষ কোচবিহার জেলার জামালদহ পঞ্চপান্ডবের বিশিষ্ট সমাজসেবী মৃন্ময় ঘোষ ও অন্যদের প্রয়াসে শুরু হয়েছে শিশুর চিকিৎসা। এ এক বিরাট মানবিক প্রয়াস। শিলিগুড়ির এক অর্থোপেডিক সার্জনও সহায়তা করেছেন।