অনগ্রসর পিছিয়ে পড়া মানুষদের জন্য সেবামূলক কাজ

নিজস্ব প্রতিবেদন : অনগ্রসর পিছিয়ে পড়া এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন। চা বাগানে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, ওষুধ বিতরণ কিংবা কোনও অসহায় মানুষকে সাহায্য করা সবেতেই নজর কাড়তে শুরু করেছে জি এইচ আর পিস ফাউন্ডেশন। আর গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে এই বিষয়টি আলোচনার মধ্যে উঠে এলো। শিলিগুড়ি পাঞ্জাবিপাড়ায় জুয়েল ক্লাবের কাছে সেই মানবাধিকার দিবস পালনের অনুষ্ঠানটি হয়। সেখানে নাচ গানের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা হয়। আলোচনায় উঠে আসে নারী ও শিশু পাচার বা মানব পাচার প্রতিরোধের বিষয়। তাতে অংশ নেন জি এইচ আর পিস ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য পদম ছেত্রী, জ্ঞানেন্দ্র দাহাল, উত্তম গুরুং,গোপাল সাহা। তাছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিন্দু শর্মা এবং রাষ্ট্রীয় সভাপতি দীপিকা বন্দ্যে। অনুষ্ঠানে জি এইচ আর পিস ফাউন্ডেশনের তরফে উপস্থিত ছিলেন শম্পা সরকার, আরতি তামাং, গায়ত্রী শর্মা, রাধিকা রানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী কৃষ্ণ বসনেট, সীমা বসনেট, গুঞ্জন গুপ্তা, অত্রিকা সরকার। কবিতা পাঠ করেন গুঞ্জন গুপ্তা আর অত্রিকা সরকার নৃত্যে অংশ নেন। বিন্দু শর্মা এবং দীপিকা বন্দ্যে জানিয়েছেন, তারা সারা বছর ধরে অনগ্রসর সাধারণ মানুষের মানবাধিকার রক্ষার জন্য কাজ করেন। অনগ্রসর গরিব মানুষেরা কিভাবে শিক্ষা,স্বাস্থ্য সর্বোপরি স্বনির্ভরতায় এগিয়ে যাবে তার জন্য তাদের ধারাবাহিক প্রয়াস চলছে। আগামী নতুন বছরেও তাদের এইসব সেবামূলক কাজ অব্যাহত থাকবে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :