এগিয়ে আসছে বড় দিন,সেজে উঠছে এই চার্চ

নিজস্ব প্রতিবেদন : যিশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন প্রেম এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে। প্রতিটি মানুষের মধ্যে পরস্পর প্রেম প্রীতির সম্পর্ক মজবুত করার ভাবনাই ছড়িয়ে গিয়েছেন যীশু খ্রিস্ট। আর তাঁর আবির্ভাব ২৫শে ডিসেম্বরকে সামনে রেখে অন্যান্য স্থানের সঙ্গে শিলিগুড়ি প্রধান নগরের আওয়ার লেডি ক্যুইন ক্যাথলিক চার্চেও প্রস্তুতি শুরু হয়েছে। সেই চার্চ সাজিয়ে তোলার কাজ এখন পুরোদমে শুরু হয়েছে। বড় দিনের প্রাক মুহুর্তে বিভিন্ন ভাষা এবং বিভিন্ন ধর্মের মানুষ সেই চার্চে উপস্থিত হয়ে প্রভু যীশুর কাছে প্রার্থনা করেন। সকলের মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা হয়। আওয়ার লেডি ক্যুইন ক্যাথলিক চার্চের পল্লী পুরোহিত ফাদার উইলিয়াম তির্কি জানিয়েছেন, সংসারের সকলের মঙ্গল কামনায় ঈশ্বর পুত্র যিশুখ্রিস্ট এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। কিভাবে আমরা ভালো থাকবো তারজন্য আলোর সব দিক আমাদের জন্য খুলে দিয়ে গিয়েছেন যিশুখ্রিস্ট। আজ যখন বিভিন্ন স্থানে অশান্তি এবং অনেকের মনে উদ্বেগ তখন কিন্তু প্রভু যীশুর দর্শন খুবই প্রাসঙ্গিক। আর এখন এই বড় দিনের অনুষ্ঠানও সকলের জন্য সার্বজনীন হয়ে উঠেছে। তাঁরা চার্চের তরফে ইতিমধ্যে সর্বত্র যীশুর আগমন বার্তার ওপর অনুষ্ঠান শুরু করেছেন বলে ফাদার উইলিয়াম তির্কি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, বড় দিনের জন্য বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে তাদের চার্চে। তাঁরা সমাজ ও সভ্যতার মঙ্গল কামনায় প্রার্থনা করবেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :