বড় দিনকে সামনে রেখে শীত বস্ত্র বিতরণ আলিপুরদুয়ারে

নিজস্ব প্রতিবেদন ঃ বড় দিনকে সামনে রেখে আলিপুরদুয়ারের নিষিদ্ধ পল্লী এলাকায় বিলি করা হল শীত বস্ত্র। তার সঙ্গে যৌন কর্মীদের সন্তানদের হাতে জলের বোতল এবং টিফিন বক্স উপহার হিসাবে তুলে দেওয়া হয়। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার সহযোগিতায় শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির ব্যবস্থপনায় ওই মানবিক কর্মসূচি পালিত হয়। সমাজসেবী কৌস্তুভ দত্ত জানিয়েছেন, তাঁরা সেই কর্মসূচি পালনের সময় সকলের সঙ্গে যীশু খ্রীস্টের আবির্ভাব, তাঁর প্রেম ও সেবার দর্শন নিয়ে আলোচনা করেন। আগামীদিনে ওই নিষিদ্ধ পল্লীর যৌন কর্মী ও তাদের শিশুদের চিকিৎসা সেবা এবং শিক্ষার জন্য তাঁরা বিভিন্ন কাজ করবেন বলে কৌস্তুভবাবু জানিয়েছেন