জয়ন্তীর প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন

নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের কালচিনি ব্লকের জয়ন্তীর প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েদের বিনামূল্যে কম্পিউটার শেখার সুবিধা করে দিল “পাশে আছি” সমাজসেবী সংস্থা।রবিবার জয়ন্তীতে এই কোচিং সেন্টারের উদ্বোধন হয় । শুরুতেই ৩৫ জন ছেলে-মেয়েকে নিয়ে শুরু হল এই অবৈতনিক কম্পিউটার সেন্টার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসবির চিফ কমান্ডেন্ট বাসুদেব সাহা, রাজা ভাতখাওয়া রেঞ্জের রেঞ্জার অমলেন্দু মাঝি, ডেপুটি রেঞ্জার প্রসেনজিৎ পাল, আলিপুরদুয়ার মানবিক মুখের সম্পাদক রাতুল বিশ্বাস, শিক্ষক স্বামীর কুমার দেব । এছাড়াও জয়ন্তীর বাসিন্দা ও সমাজ সেবী অজয় রায় উপস্থিত ছিলেন যিনি এই কম্পিউটার সেন্টার চালানোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। ‘পাশে আছি’ সংস্থার সভাপতি অরিন্দম বসু জানান, এখন এই ৩৫ জন ছাত্রছাত্রীদের একটি ৬ মাসের সার্টিফিকেট কোর্স করানো হবে। যেহেতু আজকের যুগেও জয়ন্তীর মতো প্রত্যন্ত এলাকায় এমন অনেক ছেলে-মেয়ে আছে যারা শুধুমাত্র সুযোগ ও সুবিধার অভাবে পড়াশোনা করতে পারে না তাদের জন্যও কম্পিউটার জানাটা খুবই জরুরি, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই প্রকল্প।’