নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি কাওয়াখালি পোড়াঝাড় এলাকার প্রতিভাবান খেলোয়াড় পূজা প্রামানিক এখন বিভিন্ন মহলে পরিচিত নাম। সম্প্রতি জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছেন পূজা।শিলিগুড়ি থানার আই সি সুদীপ চক্রবর্তী পূজাকে অতীতেও সহযোগিতা করেছেন।আবারও তিনি পূজার পাশে দাঁড়ালেন। জাতীয় ক্রীড়ায় সফল হওয়াতে বৃহস্পতিবার শিলিগুড়ি থানার আইসি আবারও পূজাকে আর্থিক সাহায্য করলেন। এবার পূজা দেরাদুন যাবে আরও অনুশীলনের জন্য। কিন্তু আর্থিক সমস্যা থাকায় বাইরে গিয়ে থাকা খাওয়ার অনুশীলন কিভাবে চালিয়ে যাবেন, তা নিয়ে চিন্তিত পূজা।শিলিগুড়ি থানার আই সি এ বিষয়ে তাঁর সাধ্য অনুযায়ী পূজার পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। পূজার কোচ দেবকুমার দে এখবর জানিয়েছেন।