শিলিগুড়ি শিল্প তালুকে করোনার টিকাকরন শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি সেভক রোডের শিল্প তালুকে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে এবং রাজ্য সরকার ও শিলিগুড়ি পুরসভার সহযোগিতায় মঙ্গলবার করোনার টিকাকরন শিবির অনুষ্ঠিত হয়। শিল্প তালুকের বিভিন্ন কর্মী ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে দ্বিতীয় ডোজের এই টিকাকরন শিবিরে এদিন ৩২৬জনকে টিকা দেওয়া হয়। দার্জিলিংয়ের শ্রীরামকৃষ্ণ ও ভগিনী নিবেদিতা শিক্ষা সংস্কৃতি কেন্দ্রের কোষাধ্যক্ষ স্বামী পরানন্দ মহারাজ এদিনের এই টিকাকরন শিবির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উৎপল সরকার ছাড়াও কর্মকর্তা শ্যামল সরকার, অমিত সরকার, দিলীপ আগরওয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক উৎপল সরকার জানিয়েছেন, এরপর ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর এবং ৯ অক্টোবর এরকম টিকাকরন শিবির অনুষ্ঠিত হবে। মোট ১৫০০ জন কর্মী ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে দ্বিতীয় ডোজের এই টিকাকরন শিবির। এর আগে একইভাবে প্রথম ডোজের টিকাকরন শিবির অনুষ্ঠিত হয়েছিল।