নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ প্রায় ২১ মাস বন্ধ বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগান । ২০১৮ সালের ডিসেম্বর মাসে বন্ধ হয়ে যায় মুজনাই চা বাগান । বাগান বন্ধ হবার পর সমস্যায় পরেন বাগানের প্রায় ১০০০ শ্রমিক পরিবার। সোমবার মুজনাই চা বাগান নিয়ে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার থেকে খুলে যাবে মুজনাই চা বাগান। শ্রমিকদের বকেয়া বেতনের ৫০% আগামী ১৮ সেপ্টেম্বর প্রদান করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তে খুশির হাওয়া বইছে বাগানের ১ হাজার শ্রমিক পরিবারের পাশাপাশি সংলগ্ন এলাকাতেও।
এই বিষয়ে সিটুর আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিকাশ মাহালি জানান, দীর্ঘদিন বাদে মুজনাই খোলার সিদ্ধান্ত ডুয়ার্সের চা-বাগিচা শিল্পের পক্ষে একটা খুব ভালো দিক। এর পাশাপাশি আলিপুরদুয়ার জেলার আরও বেশ কয়েকটি বন্ধ চা বাগান আছে। সেগুলো খোলার জন্য রাজ্য সরকারের উদ্যোগের দাবি করেছেন বিকাশ মাহালি।