![IMG_20220814_100846](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220814_100846-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ একদম ব্যবহার করা চলবে না। থার্মোকলও ব্যবহার করা যাবে না কোনোমতেই। পরিবেশ আমাদের বাঁচাতেই হবে। এভাবেই শনিবার এক জনসচেতনতার আয়োজন করে শিলিগুড়ি পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ড কমিটি। এদিন হায়দার পাড়া বাজারের বিভিন্ন দোকানে জনপ্রতিনিধি এবং শিলিগুড়ি পুরসভার আধিকারিকরা উপস্থিত হন। তাঁরা সকলকে প্লাস্টিক ক্যারিব্যাগ ও থার্মোকল নিয়ে সচেতনতার বার্তা দেন। এই সচেতনতার প্রচার বার্তায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার পাঁচ নম্বর বরো চেয়ারম্যান প্রীতিকণা বিশ্বাস, স্থানীয় ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহা, সমাজসেবী ও শিক্ষা কর্মী বিবেকানন্দ সাহা, হায়দার পাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল, বরো আধিকারিক জুয়েল সরকার সহ অন্যান্য ব্যক্তিরা।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)