জলপাইগুড়ির করলা নদীতে বিরাট বোয়াল মাছ ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদন ঃ করলা নদীতে বড়শিতে উঠে এল কুড়ি কেজি ওজনের বোয়াল মাছ।তা নিয়ে শনিবার চাঞ্চল্য তৈরি হয়। দু’জন যুবক মিলে ওই মাছটি ধরতে পেরেছে।
ওই দুই যুবকের নাম বিষ্ণু রায় ও তাপস মজুমদার । বড়শিতে ওঠার পর মাছটিকে বাগে আনতে প্রায় তিন ঘন্টা সময় লাগে।এদিন সকালে মাছটিকে দেখার জন্য উৎসাহী মানুষের ভিড় জমে যায় জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায়। বিষ্ণু ও তাপস বলে, করলা নদীতে মাঝে মধ্যেই মাছ ধরতে আসে তারা। দীর্ঘ কয়েক বছর ধরে করলা নদীতে মাছ শিকার করতে এলেও এত বড় মাপের বোয়াল মাছ এই প্রথম ধরা সম্ভব হলো। কুড়ি কেজি ওজনের বোয়াল মাছ নিয়ে দুজনেই খুব খুশি মনে বাড়ি ফেরে।