![IMG_20220814_100826](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220814_100826-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ ডিভাইন লাইফ ফাউন্ডেশন থেকে শনিবার শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জের বন্ধু নগর পাথরঘাটা এলাকায় হর ঘর মে তিরঙা কর্মসূচি পালন করা হয়।এলাকার সব বাড়িতে দেশের জাতীয় পতাকা বিতরণ করা হয়। তাতে অংশ নেন ডিভাইন লাইফ ফাউন্ডেশনের তরফে ললিত গোয়েল, তাপস কুমার দত্ত, চন্দ্রকান্ত মোহতা,দীপক আগরওয়ালা, সনাতন ভৌমিক, জয়ন্ত দাস,দুধকুমার দাস প্রমুখ। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই কর্মসূচি।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)