নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃ জলপাইগুড়ি শহরে এই প্রথম স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শুরু হলো করোনার এন্টিজেন টেস্ট। আজ জলপাইগুড়ি স্টেশন বাজার ও ভাটিয়া বিল্ডিং সহ বিভিন্ন জায়গাতে শুরু করা হলো এন্টিজেন টেস্ট।করোনা ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে জলপাইগুড়ি শহরে। সেকারনেই শহরের মানুষকে সুরক্ষিত রাখতে জেলা স্বাস্থ্য দপ্তরের এই এন্টিজেন টেস্ট করা হচ্ছে।
আজ দুপুরে জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যদের সহযোগিতায় জেলা স্বাস্থ্য দপ্তরের কোভিড চিকিৎসক ডাঃ চঞ্চল ভূইয়া স্বাস্থ্য দপ্তরের কোভিড টেস্টের বিশেষ টিম নিয়ে জলপাইগুড়ি স্টেশন বাজার এলাকায় বাজারের ব্যবসায়ীদের করোনার এন্টিজেন টেস্ট করেন। এর পাশাপাশি শহরের ভাটিয়া বিল্ডিং এলাকায় গত কিছু দিনে ৭জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। এই এলাকাটা বস্তি এলাকা হওয়ায় এই জায়গায় করোনা ভয়াবহ চেহারা নিতে পারে সেকারনেই সেখানেও এই টেস্ট করার কাজ শুরু করলো স্বাস্থ্য দপ্তর।জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি জানিয়েছেন এই টেস্টের মাধ্যমে টেস্টের কিছু সময়ের মধ্যে টেস্টের রিপোর্ট পাওয়া যাবে। অন্যদিকে জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ী জগেন্দর দাস জানিয়েছেন, পুরসভা স্বাস্থ্য দপ্তরের পক্ষথেকে এই টেস্টের ব্যবস্থা করায় আমরা খুশি। এর ফলে বাজারের ব্যবসায়ীরা অনেকটাই সুরক্ষিত হবে।