বর্ষনের জেরে উত্তর ভারত অভিমুখী কিছু ট্রেন বাতিল, শ্রাবনী মেলার জন্য মুকুরিয়া স্টেশনে কিছু ট্রেনের স্টপেজ

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তর ভারতের অনেক অংশে, বিশেষ করে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব এবং হরিয়ানায় ক্রমাগত খারাপ আবহাওয়া এবং প্রবল বৃষ্টিপাত সেই অঞ্চলের স্বাভাবিক ট্রেন পরিষেবাগুলিকে প্রভাবিত করেছে। ফলে রেলযাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা উত্তর ভারত অভিগামী কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে শ্রাবণী মেলার জন্য কাটিহার ডিভিশনের মুকুরিয়া রেলওয়ে স্টেশনে কয়েকটি ট্রেনের জন্য দুই মিনিটের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা বাবা গোরখনাথ ধামে তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে সহায়ক হবে বলে এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন। মুখ্য জনসংযোগ আধিকারিক বাতিল হওয়া ট্রেনের বিশদ বিবরণ এবং অস্থায়ী স্টপেজের তথ্য আরও দিয়েছেন। তিনি জানিয়েছেন ১৪ জুলাই, ২০২৩ তারিখে ডিব্রুগড় থেকে চন্ডিগড় পর্যন্ত যাওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৯০৩ ডিব্রুগড়– চন্ডিগড় এক্সপ্রেসের যাত্রা বাতিল থাকবে। আবার ১৬ জুলাই, ২০২৩ তারিখে গুয়াহাটি থেকে উদয়পুর যাওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৫৬১৬ গুয়াহাটি- উদয়পুর সামার স্পেশাল এর যাত্রা বাতিল থাকবে। মুখ্য জনসংযোগ আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী আরো জানানো হয়েছে, মুকুরিয়া স্টেশনে ট্রেনের অস্থায়ী স্টপেজ দেওয়া হচ্ছে। তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে আগামী ২ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ট্রেন নম্বর ১৫৭১৯ কাটিহার –শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৫ ৭২০ শিলিগুড়ি –কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস মুকুরিয়া স্টেশনে যথাক্রমে ০৬:৫১ ঘণ্টা এবং ১৭:১৩ ঘণ্টায় পৌঁছাবে ও ০৬:৫৩ ঘন্টা এবং ১৭:১৫ ঘন্টায় ছাড়বে। তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে আগামী ২ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ট্রেন নম্বর ১৫ ৪৬৩ বালুরঘাট –শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৫ ৪৬৪ শিলিগুড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস যথাক্রমে ১৫:২৭ ঘন্টা এবং ১১ :০৩ ঘন্টায় পৌঁছাবে ও ১৫:২৯ ঘন্টা এবং ১১:০৫ ঘন্টায় ছাড়বে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —