আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি, বিচ্ছিন্ন টোটোপাড়া

নিজস্ব প্রতিবেদন ঃ টানা বৃষ্টি হতে থাকায় আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে টোটোপাড়া।এমনিতেই একটি প্রত্যন্ত এলাকা হলো টোটোপাড়া। এখন বৃষ্টিতে তা আরও দুর্গম এলাকা হয়ে পড়েছে।
আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে বন‍্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভুটান পাহাড়ে বৃষ্টি এবং অনবরত এলাকায় ভারী বর্ষণ চলতে থাকায় বন‍্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়।তোর্ষা নদীতে হলুদ সতর্কতা জারী করা হয়েছে।
ভুটান সীমান্তের জয়ঁগা ও দলসিংপাড়ার বিভিন্ন স্থানে বন‍্যার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। ভুটানগামী এশিয়ান হাইওয়ের দলসিংপাড়া প্রধান সড়কে এখন হাটু জল, বহু ঘর জলমগ্ন । যাতায়াত সেখানে একপ্রকার বন্ধই রয়েছে ।
এই আলিপুরদুয়ার জেলারই মাদারিহাট থেকে টোটোপাড়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সেখানে বাঙরি নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে । নদীর দুধারে আটকে রয়েছেন বহু মানুষ ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —