![IMG_20220714_103259](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/07/IMG_20220714_103259-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ আজাদীকে অমৃত মহোৎসব পালিত হচ্ছে গোটা দেশে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে এই উৎসব। সেই বিষয়টিকে মাথায় রেখে গত সাত দিন ধরে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে উৎসব পালন করছেন আরপিএফ জওয়ানরা। বুধবার সকালে সেখানে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। ট্যাবলোটি উদ্বোধন করেন রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম এস কে চৌধুরী। অনুষ্ঠানে এডিআরএম সঞ্জয় চিলওয়রওয়ার সহ রেলের আধিকারিকেরা উপস্থিত ছিলেন । এই ট্যাবলো ১৫টি স্টেশনে ঘুরবে। এতে আর পি এফ এবং ও রেলের কাজ সকলের সামনে তুলে ধরা হয়েছে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)