শিলিগুড়ি জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন চালুর দাবি

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন চালু করবার দাবিতে স্বাস্থ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলো শিলিগুড়ি সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে রক্তদান আন্দোলনে একটি উল্লেখযোগ্য নাম সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা। বুধবার সংস্থার সাধারণ সম্পাদক আশিস ব্রহ্ম সহ অন্যরা হাসপাতাল সুপারের নজরে আনেন বিষয়টি।তাঁরা বলেন,শিলিগুড়ি জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন চালু হবে বলে অনেকদিন আগেই প্রয়োজনীয় যন্ত্রপাতি চলে এসেছে।কিন্তু এখনো এ বিষয়ক কাজকর্ম শুরু হয়নি।তাঁরা অবিলম্বে এই কাজ শুরু করার দাবি তুলেছেন