![IMG_20220714_103230](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/07/IMG_20220714_103230-678x381.jpg)
- নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ে বুধবার উদযাপিত হল নেপালি কবি ভানু ভক্তের জন্মদিন। আদি কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং কলোনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রবাল দেবনাথ, শান্তি নগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফটিক রায় এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন এলাকার হিন্দী প্রাথমিক বিদ্যালয়ের টি.আই.সি গনেশ কুমার । গনেশ বাবুর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার উদ্বোধনী ভাষণে কবি ভানু ভক্তের সংক্ষিপ্ত পরিচিয় দেন এবং তিনি বলেন রবীন্দ্রনাথ- শেক্সপিয়ারের মতো তাঁর নামও সর্বত্র জ্বল জ্বল করছে।
প্রধান অতিথি গনেশ কুমার ভানু ভক্তকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রবাল দেবনাথ ভানু ভক্তের রচনা সকলের মধ্যে সমাদৃত হোক এই আশা রাখেন।
সর্বশেষে ফটিকবাবু অনুষ্ঠানের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান ও ভানু ভক্তকে সকলের কবি বলে আখ্যা দেন।