![IMG_20220614_103641](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/06/IMG_20220614_103641-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ করোনার সময় বিনা পয়সায় করোনা আক্রান্তদের নিজের টোটোতে চাপিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য বহু মানুষকে পৌঁছে দিয়েছেন ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। বহু করোনা আক্রান্ত মুনমুনদেবীর প্রচেষ্টার জেরে সুস্থও হয়েছেন।এবার মুনমুনদেবী তাঁর টোটোকে কার্যত এম্বুলেন্স হিসাবে তৈরি করলেন। মুনমুনদেবী বলেন, অসুস্থ মানুষের পরিবার যখন খুশি ইচ্ছে তাঁকে ফোন করতে পারে। তিনি তৈরি সবসময়। বিনা পয়সায় বিভিন্ন রোগীকে তিনি হাসপাতালে পৌঁছে দিতে রাজি।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)