নিজস্ব সংবাদদাতা ঃ শিলিগুড়িতে কোভিড মোকাবিলায় যারা ফ্রন্টলাইনে থেকে কাজ করেছেন, তাদের মধ্যে অশোক ভট্টাচার্য্য অন্যতম। একদিকে মেয়র এবং পরে প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন হিসেবে সামলেছেন পুর সভার দায়িত্বভার, অন্যদিকে খবর পাওয়া মাত্রই পৌঁছে গিয়েছেন কোভিড আক্রান্ত এলাকায়।
কিন্তু বেশ কয়েকদিন ধরে করোনা মোকাবিলায় রাস্তায় নেমে কাজ করতে দেখা যাচ্ছিলো না শিলিগুড়ি পুর সভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য্যকে। জ্বরে আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে নিজেকে ঘরবন্দী করে রেখেছেন অশোকবাবু। করিয়েছেন স্যোয়াব টেস্টও। সেই স্যোয়াব টেস্টের রিপোর্ট এসে পৌঁছল রবিবার সন্ধ্যায়। অশোক ভট্টাচার্য্যের স্যোয়াব টেস্ট রিপোর্ট কোভিড নেগেটিভ আসায় স্বস্তিতে তার শুভানুধ্যায়ী, সহকর্মী সহ আপামর শিলিগুড়ির মানুষ।