নিজস্ব প্রতিবেদন ঃ শহর শিলিগুড়ির মানুষের নানান সমস্যার কথা জানতে এবং সেগুলো সমাধান করতে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব শুরু করেছেন *টক টু মেয়র* যেখানে সপ্তাহের প্রত্যেক শনিবারে পুরসভার মেয়র গৌতম দেব টেলিফোন মারফৎ শহরবাসীর নানান সমস্যার কথা শুনে থাকেন। তারপর সেই সব সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করে শিলিগুড়ি পুর সভা। শনিবার আবারো টক টু মেয়রে নিজেদের সমস্যার কথা মেয়রের কাছে তুলে ধরেন শহরবাসী। এদিন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব জানান, এর আগেও অনেকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছিলেন, তাদের মধ্যে অনেকের সমস্যার সমাধান করা হয়েছে। তবে সেগুলোর মধ্যে অনেক বড়ো সমস্যাও রয়েছে বিশেষ করে পানীয় জলের সমস্যা, জলের সোর্স না বাড়লে সেক্ষেত্রে জলের সমস্যা মেটাতে সময় লাগছে। এসবের পাশাপাশি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কথা তুলে ধরে মেয়র জানান, অনেক জায়গাতেই নিকাশি ব্যবস্থা থাকলেও ব্যবসায়ী বা বাড়ির মালিকেরা বাড়ির সামনের ড্রেনের উপর পাকা স্ল্যাব করে দিচ্ছে যার ফলে নর্দমা পরিষ্কার করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তোলেন। তবে পুরসভার পক্ষ থেকে খুব শীঘ্রই এই সমস্ত সমস্যার সমাধান করা হবে বললে জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।