বসন্ত উৎসবের জন্য রিহার্সালে এই শিল্পীরা

নিজস্ব প্রতিবেদন : আগামী ২৫ ও ২৬ মার্চ বসন্ত উৎসব এবং রং খেলা।আবীর রঙের উৎসবকে সামনে রেখে বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছে। বসন্ত উৎসব মানে মানুষে মানুষে প্রেম বা সম্প্রীতির উৎসব। সেই উৎসবকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমি। সৌমির সেই অনুষ্ঠান যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় তারজন্য এখন শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার নৃত্য মঞ্জিলে রিহার্সাল বা অনুশীলন শুরু হয়েছে নাচ ও গানের। নৃত্য মঞ্জিলের ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে চলছে সেই বসন্ত উৎসবের রিহার্সাল। অনেক অভিভাবক তাতে যোগ দিয়েছেন। নৃত্য মঞ্জিলের অধ্যক্ষা এবং সৌমির সম্পাদিকা শ্রাবনী চক্রবর্তী সকলকে সুন্দর ভাবে বসন্ত উৎসবের জন্য তালিম দিয়ে চলেছেন।তার সঙ্গে চলছে সঙ্গীতেরও আয়োজন।
প্রতি বছরই সৌমির পরিচালনায় বসন্ত উৎসবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সুস্থ সংস্কৃতির প্রসার ছাড়াও সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে থাকে সৌমি। এবারেও তাদের বসন্ত উৎসব সকলের মন জয় করবে বলেই শিল্পীদের ধারণা।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন: