লোকগানের মাধ্যমে মানসিক রোগের সচেতনতা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদন ঃ লোকগানের মাধ্যমে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা। শিল্পী মৌসুমী চ্যাটার্জী এই সচেতনতার কাজ করছেন রাজ্য সরকারের তরফে। গানের মাধ্যমে বোঝানো ছাড়াও মুখেও মানুষকে বোঝানো হচ্ছে যে মন অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে যেতে হয়।ডাক্তারের চিকিৎসায় মানসিক রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সোমবার পদ্মশ্রী করিমূল হকের মানবসেবা সদন হাসপাতালে এই বিষয়ে সচেতনতার প্রচার হয়।প্রতি মাসের দ্বিতীয় সোমবার পদ্মশ্রী করিমূল হকের মানবসেবা সদন হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা শিবির বসে।উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ডাক্তাররা সেখানে গিয়ে চিকিৎসা করেন।এদিন সেখানেই গান ও কথায় মানসিক রোগের সচেতনতা হয়।