নিজস্ব প্রতিবেদন ঃ ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৭তম জন্ম দিবস সোমবার পালিত হল শিলিগুড়ির নৌকাঘাট মোড় এলাকায়।সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন স্বয়ং মুখ্যমন্ত্রী ।শিলিগুড়ির মানুষ এবার পুরবোর্ড তৃনমূলের হাতে তুলে দেওয়ায় মুখ্যমন্ত্রী বেশ খুশি। তৃনমূলের যেসব প্রার্থী জয়ী হয়েছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, মানুষের জন্য বিনম্রভাবে আরও বেশি বেশি করে কাজ করতে হবে। মানুষের সঙ্গে, মানুষের পাশে সবসময় থাকতে হবে। সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। অতীতে শিলিগুড়ির মানুষ পুরবোর্ড তৃনমূলকে না দিলেও শিলিগুড়িতে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, এবার নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি অনুযায়ী শিলিগুড়ির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নতুন মেয়র হিসাবে শপথ নেওয়ার আগে গৌতম দেব জানিয়েছেন, শহরের যানজট সমস্যার সমাধান থেকে রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের সমস্যা সমাধান,জঞ্জাল অপসারন, নিকাশী ব্যবস্থার উন্নতি সবকিছুর জন্য এবার কাজে নামা হবে। মানুষের পাশে থেকে হবে শহরের উন্নয়ন। মঙ্গলবার দুপুর বারোটায় বিজয়ী সব তৃনমুল প্রার্থীদের উত্তর কন্যায় ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।