পিকনিকও মাতিয়ে দিলো এই শিল্পীর স্বরচিত সঙ্গীত

নিজস্ব প্রতিবেদন : তিনি নিজে গান লিখছেন।আর নিজেই তাতে সুর দিচ্ছেন। দেশ প্রেম থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তাঁর স্বরচিত সঙ্গীত রয়েছে। আর তাঁর অপূর্ব কন্ঠে গানগুলো বেশ দাগ কাটছে শ্রোতাদের মধ্যে। সম্প্রতি সেভক লাগোয়া মংপংয়ে এক পিকনিক অনুষ্ঠিত হলে সেখানেও সকলের মন জয় করে নেয় তাঁর একটি স্বরচিত সঙ্গীত। শিলিগুড়ির প্রতিভাবান শিল্পী অদিতি পি চক্রবর্তী এমন ভাবেই বেশ আলোচ্য বিষয় হয়ে উঠছেন বিভিন্ন মহলে। মংপংয়ে অনুষ্ঠিত সেই পিকনিকে উপস্থিত অনেক শিল্পীও অদিতিদেবীর সঙ্গীত শুনতে থাকেন মন দিয়ে। পিকনিকে অংশ নিতে যাওয়া অন্যরাও অদিতিদেবীর গানের সুরে মজে ওঠেন
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—