উচ্চ পর্যায়ের তদন্ত শেষ হলেই জানা যাবে রেল দুর্ঘটনার কারন,জানালেন রেল মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন ঃ নিউ দোমোহনি এবং নিউ ময়নাগুড়ির মধ্যে বৃহস্পতিবার বিকালে বিকানীর এক্সপ্রেসে যে দুর্ঘটনা ঘটেছে তার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।বিভিন্ন দৃষ্টি কোন বিচার করে তদন্ত হচ্ছে। সেই তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই দুর্ঘটনার আসল কারন জানা যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। শুক্রবার সকালে রেল মন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং জলপাইগুড়ি হাসপাতালে যান আহতদের সঙ্গে কথা বলতে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন রেলমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানান। দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা, গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং অল্প আহতদের পঁচিশ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেছে রেল দপ্তর। দুর্ঘটনায় আহত ৩৬ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। ২৩ জন ভর্তি রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে,সাত জন ভর্তি রয়েছে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে এবং ছয় জন ভর্তি রয়েছে উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা নয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় যাদের আঘাত প্রায় নেই বললেই চলে এরকম ২৯০ জন যাত্রীকে নিয়ে শুক্রবার রাতেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল।যাত্রীরা যাতে তাদের গন্তব্যে পৌছতে পারে ঠিকভাবে সেজন্য ওই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। এরমধ্যে ১৫৬ জন শুক্রবার গুয়াহাটি এবং ২৩ জন কামাখ্যা স্টেশনে অবতরন করেন।
#রেল_দুর্ঘটনায়_আহতদের_জন্য_রক্তদান
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চ্যাটার্জি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংকটের কথা শুনেই প্রায় ২৫ জন দলীয় কর্মীকে নিয়ে শুক্রবার নিজে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে যান। সেখানে পৌঁছে তিনি এবং দলের কর্মীরা মিলে রক্তদান করেন। তাপস বাবু জানান,রেল দুর্ঘটনায় আহতদের যাতে রক্তের জন্য কোনো সংকটে না পড়তে হয় সেই কারণেই তিনি রক্তদান করেন।
তিনি সারা বছর ধরেই বিভিন্ন সেবামূলককাজে নিজেকে নিয়োজিত করে থাকেন। বৃহস্পতিবার ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জন যাত্রী ভর্তি রয়েছে উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফেও এদিন রক্ত দান সহ অন্য ত্রান সামগ্রী নিয়ে ওইসব যাত্রীর পাশে দাড়নো হয়।
#ট্রেন_দুর্ঘটনায়_আহতদের_দেখতে
#রাজস্থানের_দুই_মন্ত্রী_শিলিগুড়িতে
নিজস্ব প্রতিবেদন ঃ রাজস্থানের দুজন মন্ত্রী তাঁরা। একজন পবনজিৎ সিং ভাটি অপরজন গোবিন্দ রাম।রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহ্বলটের নির্দেশে ওইদুজন মন্ত্রী শুক্রবার শিলিগুড়ি আসেন।রেল দুর্ঘটনায় আহতদের চিকিৎসা কেমন হচ্ছে তা দেখতে তাঁরা উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং জলপাইগুড়ি জেলা হাসপাতালে পৌঁছন। ওই ট্রেনে রাজস্থানের অনেক যাত্রী ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আহতদের চিকিৎসায় যেভাবে নজর দেওয়া হচ্ছে তাতে সন্তুষ্ট রাজস্থানের দুজন মন্ত্রী। তাঁরা সমগ্র পরিস্থিতি নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন