নিজস্ব প্রতিবেদন ঃ সামনে শিলিগুড়ি পুরসভার ভোট। তার আগে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল শুক্রবার। এদিন শিলিগুড়িতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে গৌতম দেব জানান, তাঁরা শিলিগুড়ি পুরসভায় ক্ষমতায় এলে শহরের নাগরিকদের স্বার্থে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করবেন।শহরের নদীগুলোর সংস্কার হবে। নদীর চারপাশে সৌন্দর্যায়ন হবে। শহরবাসীর কাছ থেকে যে জলকর নেওয়া হচ্ছে তা প্রত্যাহার করে নেওয়া হবে। পানীয়জলের সমস্যা সমাধানের জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের যানজট সমস্যা সমাধানের জন্য তৈরি হবে বিকল্প রাস্তা। ড্রেনেজ সিস্টেম চাঙা করা হবে, আন্ডার গ্রাউন্ড স্যয়ারেজ সিস্টেম গড়ে তোলা হবে। নির্মল শিলিগুড়ির লক্ষ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চাঙা করা হবে। পাড়ায় সমাধান অ্যাপ তৈরি করা হবে যার মাধ্যমে বাড়ি থেকেই বিভিন্ন সমস্যা নগরবাসী পুর প্রশাসনকে জানাতে পারবেন।শিক্ষা ও সংস্কৃতি এবং খেলাধূলার বিকাশেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে চায় তৃনমুল। রাজ্যে যেহেতু তৃনমুল কংগ্রেসের সরকার রয়েছে তাই শিলিগুড়ির সামগ্রিক উন্নয়ন করতে তাদের সুবিধা হবে বলে এদিন তৃনমুল নেতারা জানান।তাই এবার পুর ভোটে শিলিগুড়িতে তৃনমূলের বোর্ড গঠনের আবেদন জানান তারা। বাংলা ছাড়াও হিন্দি, ইংরেজি এবং নেপালী ভাষায় সেই নির্বাচন ইস্তেহার প্রকাশ করা হয়েছে।