
নিজস্ব প্রতিবেদনঃজেলায় জেলায় পাঠানো হচ্ছে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড।বুধবার রাতেই কলকাতা থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে যায় করোনা ভ্যাকসিন।রাতে মেডিক্যাল ফাঁড়িতেই রাখা থাকে এই গাড়ি।সকাল হতেই তৎপরতার সাথে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মীরা গাড়িটি নিয়ে এসে ভ্যাকসিন নামিয়ে তা সংরক্ষিত করে রাখে।পরে এখান থেকেই বিভিন্ন জেলায় পাঠানো হয় ভ্যাকসিন।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত বলেন,উত্তরবঙ্গের ৫জেলায় ভ্যাকসিন পাঠানো হবে মেডিক্যাল থেকে।তা হলো দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি।ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে।শনিবার থেকে দেওয়া শুরু হবে।তবে কিভাবে দেওয়া হবে তা ঠিক করবে রাজ্য স্বাস্থ্য দপ্তর।তাদের নির্দেশ মতোই ভ্যাকসিন দেওয়া হবে।