উৎসব পর্বে পরিবেশের প্রতি ভালোবাসা বজায় রাখার আবেদন

নিজস্ব প্রতিবেদন ঃ পুজো উৎসব মানেই একদল মানুষ শব্দ বাজির উন্মাদনায় মেতে ওঠেন।মহালয়ার রাত থেকে শুরু হয় সেই শব্দ বাজির তান্ডব। কিন্তু উৎসব মরশুমে এই শব্দ বাজি থেকে আতস বাজি পরিবেশের ভয়ানক ক্ষতি করছে। প্রথমত অসুস্থ মানুষেরা শব্দ বাজির জেরে আরও অসুস্থ হয়ে পড়েন।যারা হার্টের রোগী তাদের কষ্ট আরও বেড়ে যায়।তাছাড়া পশুপাখির কাছেও ভয়ানক বিপজ্জনক এই বাজিগুলো।রাস্তার কুকুরগুলো বাজির তান্ডবে কোথায় লুকোবে তার পথ খুঁজে পায় না।শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট পরিবেশবিদ আইনজীবী দীপজ্যোতি চক্রবর্তী তাঁর পুজো ভাবনায় এসব কথা জানিয়েছেন। দীপজ্যোতিবাবু আরও বলেছেন,পুজোর সময় প্রতিমা বিসর্জনের সময় আমাদের প্রত্যেককে নদী দূষণের বিষয়টি গভীরভাবে ভাবতে হবে। নদী যদি দূষনে বিপর্যস্ত হতে থাকে তবে তার প্রভাব পড়বে আমাদের ওপরই।এককথায় উৎসব পর্বে সকলকে পরিবেশ নিয়ে চিন্তাভাবনা করার আবেদন জানিয়েছেন দীপজ্যোতিবাবু।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—