মুম্বাইয়ে গিয়ে সেরার সেরা পুরস্কার জিতে নিলেন শিলিগুড়ির ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার

নিজস্ব প্রতিবেদন ঃ ব্যতিক্রমী সমাজসেবী হিসাবে সেরার সেরা হিসাবে মুম্বাইতে প্রথম পুরস্কার জিতে নিলেন শিলিগুড়ির ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। গোটা দেশের ব্যতিক্রমী সমাজসেবীদের নিয়ে এই পুরস্কার আয়োজন করা হয়েছিল। তারমধ্যে প্রথম দশে চলে আসেন মুনমুনদেবী। আর সেই দশ জনের মধ্যে সেরার সেরা বাছাই করতে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি থেকে মুনমুনদেবীকে মুম্বাইতে উড়িয়ে নিয়ে যান আয়োজকরা।সেখানে এদিন বিকালে ভোটাভুটির ফলাফলে দেখা যায়, সেরার সেরা মানে প্রথম স্থান অধিকার করেছেন শিলিগুড়ির ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। পুরস্কার থেকে পাওয়া অর্থ দিয়ে মুনমুনদেবী এম্বুলেন্স কিনে আর্ত মানুষের সেবা করতে চান।আর এই জয়ের জন্য শিলিগুড়িবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুনমুনদেবী। প্রসঙ্গত করোনার সময়ও করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে অসামান্য কাজ করলে দেশের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন মহল মুনমুনদেবীর প্রশংসায় পঞ্চমুখ হন।সেই প্রশংসা আজও অব্যাহত।মুম্বাই থেকে এদিন রাতে ফোনে মুনমুনদেবী কি বললেন খবরের ঘন্টাকে,চলুন শুনে নেওয়া যাক–
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—