রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে মজার খেলা জমে উঠলো

নিজস্ব প্রতিবেদন ঃ আমার পাড়াই সবার সেরা। আয়োজনে আমরা সবাই।
রাজ্য সরকারের নানান উন্নয়নমুখী কর্মকান্ডকে নিয়ে শুরু হয়েছে নানান রকম কর্মসূচি। এরমধ্যে একটি বড় কর্মসূচি হলো মজার খেলা।আর তা আয়োজন করল আমরা সবাই নামে একটি গ্রুপ।
অরাজনৈতিক এই গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে,বর্তমানে রাজ্য সরকারের যত প্রকল্প রয়েছে, তার অনেক সুযোগ সুবিধা সাধারণ মানুষ পেলেও অনেকে এখনও বিষয়গুলি সম্পর্কে ভালো ভাবে জানেনই না। আর এই কারণেই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছে, নানান রকম খেলার মাধ্যমে আম আদমির কাছে তুলে ধরা হবে সরকারি সুযোগ-সুবিধা । তবেই সকলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্য সরকারের নানান সুযোগ-সুবিধা গুলি বুঝতে পারবে। আর তা বুঝতে গেলেই সেই বিষয় নিয়ে জনপ্রতিনিধিদের কাছে গিয়ে সেই সুযোগ-সুবিধা চাইতে পারবে। যেমন ভাবা তেমন কাজ, এর পরই আমরা সবাই এর প্রধান উদ্যোক্তা গৌতম গোস্বামী শুরু করেছেন “পাড়ায় পাড়ায় দিদির খেলা,আমার পাড়াই সবার সেরা” খেলা। তার প্রথম অনুষ্ঠানটি আয়োজিত হল রবিবার শিলিগুড়ি শহরের পাশে, ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডিমডিমা বস্তিতে।সেখানে রবিবার বিকেলে আয়োজন করা হয় নানান মজার খেলার। কিন্তু প্রতিটি খেলাই ছিল সরকারি নানান প্রজেক্ট এর নামে। রূপশ্রী নামে একটি খেলার আয়োজন করে আমরা সবাই, যেখানে চোখ বেঁধে মহিলারা একে অপরকে সাজানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সবচেয়ে কম সময়ে সবচেয়ে ভালো যে গ্রুপ সাজাতে পেরেছে চোখ বেঁধে, তাকে পুরস্কৃত করা হয় আমরা সবাইয়ের তরফে ।
স্বাস্থ্য সাথী নামে শঙ্খ বাজাও প্রতিযোগিতার আয়োজন করে আমরা সবাই, সেখানেও সবচেয়ে বেশিক্ষণ শঙ্খ বাজাতে পারা মহিলাদেরকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ছিল কন্যাশ্রী কুইজ প্রতিযোগিতা, সবুজ সাথী সাইকেল স্লো দৌড়, বস্তা দৌড়,চামচ গুলি দৌড়। প্রতিটি খেলাই ছিল রাজ্য সরকারের নানান প্রকল্পের নাম ধরে। আমরা সবাই এর প্রধান উদ্যোক্তা গৌতম গোস্বামী বলেন, এই খেলা ডাবগ্রাম ফুলবাড়ীর প্রতিটি গ্রামাঞ্চলে অনুষ্ঠিত হবে এবং আগামীতে যদি ভালো সাড়া মেলে তাহলে উত্তরবঙ্গের জেলায় জেলায় চলবে এই খেলা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—