কোচবিহারে স্বেচ্ছাসেবী সংস্থা আশ্বাসের মানবিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদনঃ গত ১২ সেপ্টেম্বর রবিবার স্বেচ্ছাসেবী সংস্থা “আশ্বাস” এর রেজিস্ট্রেশনের দিনটিকে মনে রেখে কোচবিহারের ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়া বাঁধ সংলগ্ন এলাকায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয় । রক্তদান , জীবন দান— এই ভাবনাকে সামনে রেখে করোনা আবহে ব্লাড ব্যাঙ্কে রক্তের যোগান অব্যাহত রাখতে আশ্বাস তাই রক্ত দানের মত ওই কর্মসূচি নেয়। আশ্বাস এর সদস্য, কোচবিহারের দুজন খ্যাতনামা চিকিৎসক সহ এলাকার এবং এলাকার বাইরের রক্ত দাতাদের সহযোগিতায় অনুষ্ঠান টি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। আশ্বাসের সেই মঞ্চেই রেডক্রস সোসাইটির পক্ষ থেকে এলাকার শিশুদের শুকনো খাবার বিতরন করা হয়। এছাড়াও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে মরণোত্তর চক্ষুদানে ইচ্ছুক ব্যক্তিদের অঙ্গীকার পত্র নেবার ব্যবস্থাও ছিল। আশ্বাস এর কাছে এটি একটি ব্যতিক্রমী দিন ছিল।
এরই সাথে এদিন আশ্বাসের পক্ষ থেকে অন্য একটি কাজও করা হয়েছে।কোচবিহার শহর হরিণ চওড়ার একজন মারুতি চালক, যিনি শিলিগুড়িতে গাড়ি দুর্ঘটনায় পড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন আশ্বাস আজ সেই মারুতি চালক ফেরদৌস আলমকে সাধ্যমত আর্থিক সাহায্য করে তার পাশে দাঁড়ায়।