নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বরঃ সোমবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে শিলিগুড়ির ইসকন মন্দির। তবে মন্দির খুলে দেওয়া হলেও, দর্শনার্থীদের জন্য মন্দিরে প্রবেশের ক্ষেত্রে থাকছে কিছু বিশেষ শর্তাবলী। মন্দিরে প্রবেশ করতে হলে মেনে চলতে হবে সমস্ত করোনা বিধি। পড়তে হবে মাক্স, মন্দিরের গেটে করা হবে থার্মাল স্ক্যানিং। ব্যবহার করতে হবে স্যানিটাইজার।
একটি নির্দিষ্ট ব্যারিকেডের রাস্তা দিয়েই মন্দিরে প্রবেশ করতে হবে। আগের মত আর ক্যাম্পাসের ভেতরে এদিক ওদিক ঘোরাঘুরি করা যাবে না। প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মন্দির এবং বিগ্রহ দর্শন করার অনুমতি দেওয়া হবে। তবে এত কিছু নিষেধের মধ্যেও, ভক্তদের কথা চিন্তা করে থাকছে পুজো দেওয়ার ব্যবস্থা। একসাথে ১০ থেকে ১৫ জনের বেশী দর্শনার্থীকে মন্দিরে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই বিগ্রহ দর্শন এবং পূজা সেরে ফিরে যেতে হবে ভক্তদের বলে জানিয়েছেন শিলিগুড়ি ইস্কন মন্দিরের হেড অফ কমিউনিকেশন (ইস্টার্ন জোন) নামকৃষ্ণ দাস।