নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ বুধবার রাতে শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে একটি গাছ বৃষ্টি আর হাওয়ায় পড়ে যায়।সাত বছর আগে গাছটি লাগানো হয়েছিল। বৃহস্পতিবার ভোরে হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির প্রয়াসে আবার সেই গাছটি লাগানো হল।এরই সঙ্গে সেখানে নতুন একটু গাছ লাগানো হল। সমিতির সাধারন সম্পাদক সনৎ ভৌমিক বুধবার রাতেই গাছটি মাটিতে পড়ে যাওয়ার খবর পান।বৃহস্পতিবার ভোর থেকে আবার গাছটি লাগানোর প্রক্রিয়া শুরু হয়। সনৎবাবু জানিয়েছেন,তারা এই গাছটি এখন নিয়মিত ড্রেসিং করবেন। হিলকার্ট রোডে বিগত কয়েকবছরে তারা শতাধিক গাছ লাগিয়েছেন।নিয়মিত তারা সেই সব গাছের পরিচর্যা করছেন।চারদিকে দূষন বাড়ছে।সেই হিসাবে তারা পরিবেশ বাঁচাতে বেশি বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।