নিজস্ব প্রতিবেদন ঃ ছেলেমেয়েদের মধ্যে সবার আগে চাই আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের সঙ্গে জীবনের একটি লক্ষ্য নিয়ে যদি ছেলেমেয়েরা ছোট থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে তবে তাদের সাফল্য আসবেই। আর্থিক বা অন্য যে কোনো প্রতিবন্ধকতা আসুক না কেন,সেসব বাধা কোনো বাধাই নয়—শৃঙ্খলা মেনে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই চালিয়ে গেলে জীবনে একদিন না সফলতা আসবেই আসবে। এই বক্তব্যগুলো মেলে ধরলেন রাজ্যের শিক্ষা রত্ন তথা মুরলীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম। শনিবার ১২ আগস্ট শিলিগুড়ি সেবক রোড দুই মাইলের সারদা শিশু তীর্থ স্কুলে গণিত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।সেখানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সামসুল আলম। তিনি তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদের জীবন গড়ার লক্ষ্যে প্রয়াত রাষ্ট্র পতি ও বিজ্ঞানী এ পি জে আব্দুল কালামের প্রসঙ্গও মেলে ধরেন। সারদা শিশু তীর্থের প্রধানাচার্য নির্ভয় কান্তি ঘোষ জানান,তাঁরা ছাত্রছাত্রীদের নৈতিক মূল্যবোধ বা মানুষ হওয়ার পাঠ যেমন দেন তেমনই ছাত্রছাত্রীরা যাতে গনিত ও বিজ্ঞানেও তুখোড় হতে পারে তার শিক্ষাও দিয়ে চলেছেন।সেদিকে তাকিয়েই গনিত বিজ্ঞান মেলার আয়োজন। এদিন সেই স্কুলে গনিতের ওপর ক্যুইজের পাশাপাশি বিজ্ঞান মডেল প্রদর্শিত হয়। অঙ্কুর থেকে শিশু ছাত্রছাত্রীরাও তাতে অংশ নেয়। সারদা শিশু তীর্থের সব শিক্ষক শিক্ষিকা,শিক্ষা কর্মী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা ছেলেমেয়েদের ভালো মানুষ তৈরি করার পাঠ দিতে তৎপর হয়েছেন।ছেলেমেয়েরা ভারতীয় সংস্কৃতির ভাবধারায় উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি গনিত ও বিজ্ঞান চর্চাতেও যাতে তুখোড় হয়ে উঠতে পারে শৈশব থেকেই তার এক ভিন্নধর্মী প্রয়াস চলছে। এদিন সেই স্কুলে শিশু বিভাগের শিশু ছাত্র অরিত্র সাহা মশলার গুনাগুন সুন্দরভাবে মেলে ধরে।আদা,হলুদ,মেথি,জোয়ান,মৌরি,লবঙ্গ,এলাচ,কালোজিরা কোনটার কি ভেষজ গুন তা এই শৈশবেই ভালো করে শিখে নিয়েছে অরিত্র। এদিনের প্রদর্শনীতে অরিত্র সকলের সামনে তা মেলে ধরে।অরিত্রর সঙ্গে অঙ্কুর ও শিশু শ্রেনীর অন্যান্য সব শিশু ছাত্রছাত্রী যেভাবে গাছের উপকারিতা, পরিবেশের গুরুত্ব, বাস্তু তন্ত্র, পরিবেশ দূষন প্রসঙ্গ মেলে ধরে তা সত্যি তারিফ করার মতো।ওদের সেই প্রদর্শনী দেখে অনেককে বলতে শোনা যায়, আজকাল শিশু কিশোরদের থেকেও বহু কিছু শেখার আছে।বরঞ্চ বয়স্ক মানুষদের অনেকেই নেতিবাচক ভাবনা এবং বিষাক্ত মন নিয়ে সমাজ ও দেশের পরিবেশ নষ্ট করছে।বিদেশি সংস্কৃতি আমদানি করে আমাদের মধ্যে অনেক বয়স্ক মানুষ পরিবেশ ও সমাজের বুকে কুড়ুল মারতে উদ্যত হয়েছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–