নিজস্ব প্রতিবেদনঃ দেশ ও সমাজের কথা চিন্তা করে খবরের ঘন্টা স্বাধীনতা দিবসের আগে আবারও ছটি সামাজিক সচেতনতার সঙ্গীত নিয়ে এলো। এই সঙ্গীতগুলো রচনা করেছেন খবরের ঘন্টা পত্রিকা এবং নিউজ ওয়েবপোর্টালের সম্পাদক বাপি ঘোষ।
গানগুলোয় সুর সৃষ্টি করে প্রতিভার পরিচয় দিয়েছেন পত্রিকার সহসম্পাদিকা শিল্পী পালিত। শিল্পীদেবীর গলাতেই গানগুলো রেকর্ড করা হয়েছে। যন্ত্র সঙ্গীতে রয়েছেন সুপ্রিয় ব্যানার্জী। অডিও এডিটিং করেছেন দেবাশিস রায় আর ভিডিও এডিটিংয় সহায়তা করেছেন বিকি সাহা। গানগুলো তৈরিতে অন্যান্যদের মধ্যে যারা সহায়তা করেছেন তারা হলেন হাসান গ্রুপের কর্ণধার নুরুল হাসান, ডাবগ্রাম দুনম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং লোয়ার বাগডোগরার গ্রাম পঞ্চায়েত প্রধান। খবরের ঘন্টা নিউজ ওয়েবপোর্টাল এবং পত্রিকার সম্পাদক বাপি ঘোষ বলেছেন, এনিয়ে সামাজিক সচেতনতার ওপর তৃতীয় বারের জন্য তারা বিভিন্ন বিষয়ে গানের মালা তৈরি করলেন। এসব গান শুনে সমাজে যদি একটুও পরিবর্তন আসে তবেই তা হবে গানগুলোর সার্থকতা।
আসুন এবার নিচের লিঙ্কে ক্লিক করে রক্তদান জীবন দানের ওপর গানটি শুনি —–