
নিজস্ব প্রতিবেদন ঃ অল্প বৃষ্টি হলেই যে পাড়ায় সবসময় জল জমে।বেশি বৃষ্টি হলেতো কথাই নেই, অল্প বৃষ্টি হলেও রাস্তার এদিক ওদিকে প্রায়ই জল জমে যায় শিলিগুড়ি মিলন পল্লী লাগোয়া অশোক নগরে।বুধবার ১২ জুলাই সকাল থেকে বৃষ্টি শুরু হতেই জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি অশোকনগরের ৩১ এবং ৩২ নম্বর ওয়ার্ড। এলাকাবাসীর বক্তব্য, তাদের এলাকায় এই জল জমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের। অনেকেই এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অতীতে কিন্তু সমস্যার সমাধান হয়নি। আর ভোটের সময় সবাই এসে বেশি বেশি করে আশ্বাস দিয়ে যান। আর ভোট মিটলেই কারও দেখা মেলে না। বুধবার এক ঘন্টার তুমুল বৃষ্টিতেই কোমর জলে পরিণত হয় অশোকনগর।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
