ডাকঘরের ভেতরেেও ছাতা মেলে কাজ, কম্পিউটার সহ মেশিনপত্র প্লাস্টিকে ঢাকা

নিজস্ব প্রতিবেদন ঃ পোস্ট অফিস বা ডাকঘর সাধারণ মানুষের কাছে খুব দরকারি যোগাযোগ মাধ্যম।শুধু স্পীড পোস্ট বা রেজিস্ট্রি চিঠিপত্র ইত্যাদির জন্যই নয় টাকাপয়সা জমা ইত্যাদির জন্যও মানুষকে প্রতিনিয়ত ডাকঘরে যেতে হয়।কিন্তু এমন ডাকঘরও আছে যেখানে বৃষ্টি হলেই ডাকঘরের মধ্যেও ছাতা মেলেই কাজ করতে হচ্ছে গ্রাহকদের। আর ডাকঘর কর্মীরা? তারাতো ডাকঘরের কম্পিউটার সহ অন্য মেশিনপত্র জলের হাত থেকে বাঁচানোর জন্য সব প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছেন। আর ডাকঘরের মধ্যেতো হাঁটু জল।
এই ছবি এখন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়।বৃষ্টিতে ফালাকাটা ডাকঘরের ভেতরে এক হাঁটু সমান জল এখন। গ্রাহকরা ছাতা মাথায় দিয়ে কোনরকমে পরিষেবা নিচ্ছেন। ডাকঘরের মধ্যে সব কম্পিউটার মেশিনপত্র জল থেকে বাঁচাতপ প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে lআসলে সেই ডাকঘরের টিনের চাল ফুটো হয়ে গিয়েছে। আর সেই ফুটো দিয়ে জল পড়ছে অনবরত।ফলে ব্যাহত হচ্ছে গ্রাহক পরিষেবা। ডাকঘরের মধ্যে প্রবেশ করেও গ্রাহকরা ছাতা মাথায় কাউন্টারে দাঁড়িয়ে থাকছেন। ডাক ঘরের মেঝের মধ্যে জল জমে রয়েছে। কম্পিউটার এবং দরকারি দলিল পত্র যাতে নষ্ট না হয়ে যায় তারজন্য সব প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। বহুদিন ধরেই এইভাবে বেহাল অবস্থা হয়ে পড়ে আছে ওই ডাকঘর। তাঁরা সকলেই ডাক বিভাগের উচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —