নিজস্ব প্রতিবেদন ঃ দিনের পর দিন সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য দেশের রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় পুরস্কার ফ্লোরেন্স নাইটিঙ্গেল পেয়েছেন ডুয়ার্সের বানারহাট নিবাসী সোনালি সামন্ত। করোনার এই দুর্যোগের সময়ও ডুয়ার্সের চা বলয়ে দিনরাত সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন নার্স সোনালি সামন্ত। মঙ্গলবার শিলিগুড়িতে সোনালিদেবীকে পালস অক্সিমিটার এবং ফেস শিল্ড উপহার হিসাবে তুলে দিয়েছেন শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল। এদিন ডাক্তার পাল জানিয়েছেন, করোনার এই সময় তিনি বেশ কিছু মানুষের হাতে পালস অক্সিমিটার তুলে দিয়েছেন। বিলি করেছেন প্রচুর মাস্ক। সবাই মিলে সচেতন হলে করোনাকে নিশ্চয়ই আমরা জয় করবো। মাস্ক পড়ার সঙ্গে সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখাও খুব জরুরি। সোনালিদেবী ডাক্তার পালকে ধন্যবাদ জানিয়েছেন সেবামূলক কাজের জন্য।