নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ দেড় মাস ধরে বন্ধ রয়েছে হাড়িভাঙ্গা ব্রীজের কাজ। ব্রীজের কাজ বন্ধের দরুন আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া এলাকার প্রায় বারো হাজার বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে। তাদের ঘুর পথে যেতে হচ্ছে শামুকতলা রোডে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে আলিপুরদুয়ার ২ ব্লকের টোটোপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়িভাঙ্গা ব্রীজ একটি মাটির ট্রাক্টর সহ ভেঙে পড়ে। এরপর বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয় । প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয় খুব শীঘ্রই ব্রীজের কাজ শুরু করা হবে। এরপর ব্রীজের কাজ শুরু হওয়ার কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় । প্রায় দেড় মাস যাবত বন্ধ রয়েছে ব্রীজের কাজ । স্বাভাবিকভাবেই সাধারন মানুষ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে ছয় থেকে সাত কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে । বাঁশের সাঁকো তৈরি হলেও বৃষ্টি হলেও সাঁকো জলের নীচে চলে যাচ্ছে। সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না। ছয় থেকে সাত কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে বাসিন্দাদের ।