নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১৩ জুলাইঃ সোমবার শিলিগুড়িতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এদের মধ্যে দুজন শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ও একজন কালিম্পং এর গরুবাথানের বাসিন্দা। তৃতীয় জন জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের বলে জানা গিয়েছে। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিট তথা রিকুতে মৃত্যু হয়েছে তাদের । তিনজনের শরীরেই করোনার সংক্রমন মিলেছে।একই সঙ্গে ১৩ জন করোনা সংক্রামিত চিকিৎসার পর নেগেটিভ আসায় এদিন তাদের ছুটি দেওয়া হয়।
শিলিগুড়িতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার শিলিগুড়ি পুর এলাকায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৪১ জন। আক্রান্তরা শিলিগুড়ি পুর সভার ৩,৪,৫,৯,১৪,২৫,৩৫,৩৭,৪৩ ও ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে সূত্রের খবর। এদিনই সবচেয়ে বেশি সংক্রমনের খবর মিলেছে শিলিগুড়ি পুর সভার ৯ নম্বর ওয়ার্ড থেকে।