
নিজস্ব প্রতিবেদন: গত রবিবার শিলিগুড়ি মহকুমার শিবমন্দিরস্থিত আইন মহা বিদ্যলয়ের সভা গৃহে মাগুরমারী নদী বাঁচাও সমিতি পরিবেশ বিষয়ক আলোচনা সভার আয়োজন করে।

উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে
আসা পরিবেশ প্রেমীরা সেখানে মূল্যবান বক্তব্য পেশ করেন ।
শিবমন্দিরস্থিত পরিবেশ সংগঠন ” ধরিত্রী” এবং আরও কয়েকটি সংস্থার সদস্যদের উপস্থিতি ও যুক্তি বিষয়ক আলোচনা মনোগ্রাহী হয়ে উঠেছিল সেখানে। পরিবেশ বিষয়ক
কবিতা ও কয়েকটি গান সভায় এক অন্য মাত্রা যোগ করে।সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামী দিনে আরো বড় আন্দোলন করা হবে যাতে ধারাবাহিকভাবে গাছ কাটা বন্ধ হয়।জলের অপচয় বন্ধ করা এবং শিবমন্দিরে নিকাশি ব্যবস্থা জোরদার করা নিয়েও সেখানে আলোচনা হয় । বিশিষ্ট বুদ্ধিজীবি ও লেখক সজল কুমার গুহ বলেন, শিবমন্দিরবাসী এবং অন্যদের উচিত সারা বছর ধরে গাছ লাগানো ।
ইদানিং কালে শিলিগুড়ি-সিকিম রাস্তা সম্প্রসারণের নামে একের পর এক গাছ কাটার বিরুদ্ধে আমরা সেই অর্থে কোনো প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলিনি যা ভীষণ লজ্জার।
সেই সভায় উপস্থিত সবাই মনে করে আগামী দিনে আরো আরো সংস্থা সংগঠিত হয়ে পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ করবে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-