রেশমী দেব : উপকরণ : 1 টি ডাব (শাঁস ও জল যুক্ত ), নুন – 1চিমটি, চিনি – 1 চা চামচ, ডাবের শাঁস ( যতটা রয়েছে ডাব এ বের করে নিতে হবে ), লেবুর রস -1 টেবিল চামচ বা পুঁদিনা পাতা ( 4-5টা ), বরফ কুচি হাফ কাপ মতো
প্রণালী : মিক্সির জারে ডাবের জল, শাঁস, চিনি, নুন, বরফকুচি সব একসাথে ব্লেন্ড করে লেবুর রস বা পুদিনা পাতার রস দিয়ে গ্লাস এ ঢেলে পরিবেশন করুন.
এই গরমে এটি আরামদায়ক ও স্বাস্থ্যকর পানীয়.