নিজস্ব প্রতিবেদন ঃ প্রতি বছরের মতো এবারও শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার নরোত্তম গৌড়ীয় মঠে চার দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে। গৌড়ীয় মঠের তরফে স্বামী ভক্তিনিলয় জনার্দন জানিয়েছেন, রাধাকৃষ্ণের দোল উৎসব ছাড়াও শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিকে সামনে রেখে তাঁরা ভাগবত পাঠ,ভজনকীর্তন, প্রসাদ বিতরন প্রভৃতি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছেন।শিলিগুড়ির সবচেয়ে পুরনো গৌড়ীয় মঠ হলো নরোত্তম গৌড়ীয় মঠ।