বাজারে এলো অসুর সম্প্রদায়ের চা

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির মধ্যে একটি পিছিয়ে পড়া জনজাতি হলো অসুর সম্প্রদায়।সেই অসুর সম্প্রদায়কে এগিয়ে দিতে স্বনির্ভরতার কিছু চা প্রকল্প নেওয়া হলো।ডুয়ার্সের
নাগরাকাটা এলাকার ক্যারন চা বাগানের অসুর বস্তি এলাকা রয়েছে। সেখানে অসুর ট্রাইবাল কমিউনিটি এন্ড কালচার ওয়েলফেয়ার ট্রাস্ট এর তত্ত্বাবধানে চা প্যাকেজিং সেন্টার এর উদ্বোধন হলো রবিবার ।
মালদহের বিশিষ্ট সমাজসেবী উৎপল গুহ বিশ্বাসের সহযোগিতায় এদিন এই সেন্টার শুরু হয় ।
অসুর সংস্থার তরফে সম্পাদিকা লাবন্তী অসুর জানান -বাজারে তাদের প্যাকেটজাত চাপাতি ১০০ গ্রাম, ২৫০ গ্রাম ও ৫০০ গ্রাম। এইসব চা প্যাকেট বিলি করে অসুর জনজাতি গোষ্ঠীর মধ্যে এই স্বনির্ভর প্রকল্প চালু করতে পেরে তারা আপ্লুত। তাঁরা আশা করছেন অসুর সম্প্রদায়ের মানুষেরা এই কাজ করে ভবিষ্যতে উন্নতি লাভ করবে ।