গুটখা খেয়ে মৃত্যু গৃহবধূর, রাস্তার ধারে পড়ে থাকা অভুক্তদের মধ্যে খাদ্য বিতরণ মুক্তধারা ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদন ঃ গুটখা খাওয়ার জেরে মৃত্যু হল শিলিগুড়ি শান্তি নগরের গৃহবধূ সন্তোষী দাসের। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশনের সমাজসেবী কাবেরি চন্দসরকার সন্তোষী দাসের চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত সন্তোষী দাসের কন্যা সঞ্জনা দাসের বয়স মাত্র ১২ বছর। মায়ের মৃত্যুর পর শোকগ্রস্ত কিশোরী সঞ্জনা দাস মুক্তধারা ফাউন্ডেশনের সদস্যাদের
শ্রাদ্ধবাসরে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালে সমাজসেবী কাবেরিদেবী জানান,তাঁরা মৃতদেহ সৎকারে যুক্ত থাকলেও কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হন না।বরঞ্চ শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়াদাওয়ার পরিবর্তে রাস্তার ধারে পড়ে থাকা কোনো গরিব অসহায়কে খাওয়ানো হলে তাঁরা আছেন। সেই অনুযায়ী সঞ্জনার মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় রাস্তার ধারে পড়ে থাকা অভুক্ত মানুষদের মধ্যে রান্না করা খাবার বিলি করে মুক্তধারা ফাউন্ডেশন। আর সঞ্জনাও মুক্তধারা ফাউন্ডেশনের সমাজসেবামূলক কাজের সঙ্গে সবসময় নিজেকে যুক্ত রাখবে বলে জানিয়েছে।