নিজস্ব প্রতিবেদন ঃ বৃহস্পতিবার শিলিগুড়ি শিবমন্দির এলাকায় রাখি পূর্নিমাকে সামনে রেখে বিশেষ চাহিদাসম্পন্নদের রাখি পড়ায় ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটস সংগঠন। সেই সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অসীম পন্ডিত, পিন্টু ভৌমিক, কৃষ্ণ দে সহ অন্যরা।অপরদিকে ওই এলাকারই আঠারখাই বালাসন সিসা বাড়িতে বিশেষ চাহিদাসম্পন্নদের বাড়ি বাড়ি গিয়ে রাখি পড়িয়ে মিস্টি মুখ করানো হয়। সেখানে উপস্থিত ছিলেন সভাপতি জিতেনবাবু, সম্পাদক বিশ্বজিৎবাবু, পিন্টু ভৌমিক, পার্থবাবু, গোবিন্দবাবু, হেমন্তবাবু, কামিনীবাবু।