শেষ ইচ্ছে পূরন বৃদ্ধার— শেষ যাত্রায় ব্যান্ড পার্টি

নিজস্ব প্রতিবেদন ঃ শেষ ইচ্ছে পূরন হলো এক বৃদ্ধার।মৃত্যুর পর তাঁর শবদেহের সঙ্গে বের হয় ব্যান্ড পার্টি। মৃত্যুর আগে এমনটাই জানিয়ে গিয়েছিলেন সেই বৃদ্ধা।মৃত্যুর পর তাঁর সেই শেষ ইচ্ছে পূরন হলো।
শেষ যাত্রায় শ্মশানে ব্যান্ডপার্টি বাজিয়ে উদ্দাম নাচে মেতে উঠলেন শ্মশানযাত্রীরা। এমন ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে। মৃত বৃদ্ধার নাম শোইলোবলা মহন্ত, বয়স ১০০ পেরিয়েছে। বাড়ি ইসলামপুর ব্লকের শান্তিনগর এলাকার লোকনাথ কলোনিতে। তিনি ওই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজন বলতে তেমন কেউ নেই। এলাকার যুবক ও প্রতিবেশীদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিলো। এলাকার এক ব্যক্তি জানিয়েছেন, মৃত্যুর আগে সেই বৃদ্ধা তার শেষ যাত্রায় ব্যান্ড পার্টি বাজিয়ে তাকে শ্মশানে পৌঁছে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই এলাকার যুবকেরা তার শেষ ইচ্ছা পূরণ করতে ব্যান্ড পার্টি বাজিয়ে মৃতদেহ সৎ করতে নিয়ে যায়