অসময়ে বিদায় প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়ের, শিলিগুড়িতে শোক

নিজস্ব প্রতিবেদন ঃ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের হয়ে অনেক পুরস্কার জিতে এনেছিলেন শিলিগুড়ির মূক ও বধির টেবিল টেনিস খেলোয়াড় নিমাই বনিক।কিন্তু গত ৭ আগস্ট হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ত্রিশ বছর বয়সে মারা গিয়েছেন এই বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড়। বৃহস্পতিবার শিলিগুড়ি কোর্ট মোড়ে তার স্মরনে শ্রদ্ধা সভার আয়োজন করে নর্থবেঙ্গল এসোসিয়েশন অফ ডিফ।সেখানে প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক তথা বঙ্গ রত্ন ভারতী ঘোষ,ক্রীড়াপ্রেমী সমাজসেবী খোকন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। একসময় দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ক্লাবে ভারতীদেবীর কাছে টেবিল টেনিস শিখেছেন প্রয়াত এই খেলোয়াড়। তাঁর এই অসময়ে চলে যাওয়া কেও মেনে নিতে পারছেন না। এদিন অশ্রুসজল নয়নে তাঁকে স্মরন করেন উপস্থিত সকলে।টেবিল টেনিসে বাংলার হয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বেশ কয়েকবার অংশ নিয়েছেন নিমাই।