হাতি দিবস পালন শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে সঙ্গে বাঘের জন্মদিন!!!

নিজস্ব প্রতিবেদন ঃ প্রাকৃতিক বাসস্থান তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন। বেঁচে থাকতে হলে তাদের যে পরিমাণ খাদ্য দরকার তা ক্রমশই বনের মধ্যে কমে আসছে। তারওপর আবার চোরা শিকারীদের আক্রমণতো আছেই। সবমিলিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ প্রানী হস্তিকূলের জীবন আজ বিপন্ন।অথচ বিশ্বের বিভিন্ন মহলে আদুরে,স্থির আর বুদ্ধিমান প্রানী হিসাবে জনপ্রিয় হাতি।এই হাতির সুরক্ষা এবং সংরক্ষণের জন্য ২০১২ সালের ১২ আগস্ট থেকে বিশ্বে হাতি দিবস উদযাপিত হচ্ছে। তাই বৃহস্পতিবার শিলিগুড়িতেও পালিত হয় হাতি দিবস। শিলিগুড়ি বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ এদিন হাতিদের নিয়ে অনুষ্ঠান করে। অন্যদিনের তুলনায় এদিন একটু বাড়তি আদরযত্নই ছিল হাতিদের প্রতি। আবার সলিটারি নেচার এন্ড এনিমেল প্রটেকশন ফাউন্ডেশন এবং দার্জিলিং বন্যপ্রাণী বিভাগ যৌথ ভাবে সুকনাতে বৃহসপতিবার বিশ্ব হাতি দিবস উদযাপন করে।সেখানে হাতি বিষয়ক সচেতনতার বিভিন্ন অনুষ্ঠান হয়। অপরদিকে বৃহস্পতিবার শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগার শীলার সন্তানের জন্মদিন পালন করে সাফারি কর্তৃপক্ষ। জন্মদিন পালনের জন্য শীলা ও তার শাবকদের খাবারের মেনুতে ছিল মাংসের বিশেষ কিছু ডিস।